হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

আম গাছে ঝুলে ছিল গলায় বেল্ট আটকানো মাটিতে হাঁটু ছোঁয়া মরদেহ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কবরস্থানের আম গাছে পড়নের বেল্টে আটকানো অবস্থায় শালু সরকার নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ওই যুবকের হাঁটু মাটিতে ছোঁয়া ছিল। এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়। 

আজ সোমবার সকালে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের গাজীর হাট কালুগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত শালু সরকার ওই গ্রামের হোসেন আলীর ছেলে। তিনি ডিপ্লোমা শেষ করে বাসায় ছিলেন। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে কবরস্থানের একটি আম গাছে দুই হাঁটু মাটিতে ছোঁয়া থাকা অবস্থায় গলায় পড়নের বেল্ট দিয়ে শালুকে ঝুলতে দেখেন কয়েকজন স্থানীয় কৃষক। পরে তাঁরা ঝুলন্ত লাশটি শনাক্ত করে স্বজনদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য রাণীশংকৈল থানা নেয়। 

অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, শালুর সঙ্গে এক মেয়ের প্রেম ছিল। এই মেয়েকে বিয়ে করতে চেয়েছিল শালু। কিন্তু তার পরিবারের সম্মতি ছিল না। এ নিয়ে তার পরিবারের সঙ্গে তার বিরোধ চলছিল। ঘটনার গতকাল রোববার শালুকে মারধর করা হয়েছিল। আর আজ ঝুলন্ত লাশ পাওয়া গেল। মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে তাঁদের। 

এ বিষয়ে শালু সরকারের বাবা হোসেন আলীর কাছে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি। শালু সরকারের মা রোকসেনা বেগমকে তাঁর ছেলের প্রেমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনিও কোনো জবাব দেননি। 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশের ময়নাতদন্ত হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন