হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ইউএনওর আইডি বিড়ম্বনায় জন্মনিবন্ধনের কাজ বন্ধ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাদিজা বেগমের আইডি সক্রিয় না থাকায় এক মাস ধরে জন্মনিবন্ধনের কাজ বন্ধ রয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেবাগ্রহীতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধনের কাজ পুরোপুরি স্থবির হয়ে আছে।

স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধনের আবেদন গ্রহণ শেষে তা যাচাই-বাছাইয়ের জন্য ইউএনওর অফিশিয়াল আইডিতে পাঠানো হয়। ইউএনও অনুমোদন দিয়ে তা আবার ইউনিয়ন পরিষদের আইডিতে ফেরত পাঠান। এরপরই নিবন্ধন সম্পন্ন হয়। কিন্তু নতুন ইউএনওর আইডি সক্রিয় না থাকায় আবেদনগুলো আর ফেরত আসছে না। ফলে কোনো নিবন্ধনই চূড়ান্ত করা যাচ্ছে না।

জানা গেছে, রাণীশংকৈল উপজেলায় গত ১৯ অক্টোবর নতুন ইউএনও হিসেবে যোগদান করেন মিজ খাদিজা বেগম। যোগদানের পর থেকে তাঁর আইডি এখনো সক্রিয় হয়নি—এ তথ্য দিচ্ছেন সংশ্লিষ্টরা।

জন্মনিবন্ধনসংক্রান্ত কাজে আসা বাচোর এলাকার তোরাব আলী, নন্দুয়ার এলাকার শিল্পী বেগম ও হোসেনগাঁওয়ের ধীরেন চন্দ্রসহ অনেকে জানান, তাঁদের সন্তানদের স্কুলে ভর্তির জন্য জন্মনিবন্ধন ডিজিটাল করতে হবে। আবেদন দেওয়ার ২০ দিন হয়ে গেলেও কাজ হচ্ছে না। ফলে স্কুলে ভর্তির আবেদনও করতে পারছেন না তাঁরা। প্রতিদিনই বহু মানুষ জন্মনিবন্ধনসংক্রান্ত বিড়ম্বনায় পড়ছেন বলে জানান ভুক্তভোগীরা।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও মিজ খাদিজা বেগম বলেন, ‘নতুন যোগদান করেছি। আমার আইডি এখনো ঠিক হয়নি। তাই একটু সমস্যা হচ্ছে। তবে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছি, দ্রুত সমাধান হবে।’ জেলা প্রশাসক ইশরাত ফারজানা আজ রোববার মোবাইল ফোনে বলেন, নতুন ইউএনও যোগদান করেছেন বলে সামান্য সমস্যা হচ্ছে। তবে বিষয়টি দ্রুত সমাধান করা হবে।

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁও-১, ২ ও ৩: এলোমেলো বিএনপি গোছানো জামায়াত

সম্পত্তির বিরোধে বাবার লাশ আটকে রাখল ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

ঠাকুরগাঁও চিনিকলে চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বাউলশিল্পীদের ওপর হামলা, তিনজন হাসপাতালে

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল