হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বিএনপির সভামঞ্চে অগ্নিসংযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বিএনপি ও আওয়ামী লীগের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১২ জন আহত হয়েছেন। ঘণ্টাব‌্যা‌পী চলা সংঘর্ষে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ টিয়ার‌শেল নিক্ষেপ করে। বিএনপির অভিযোগ এ সময় তাঁদের অফিস ভাঙচুর, সভামঞ্চ ও অফিসেও অগ্নিসংযোগ করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আজ শনিবার বিকেলে রু‌হিয়া থানা এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রুহিয়া থানা বিএনপির বিক্ষোভ কর্মসূচি ও থানা মহিলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা‌ ছি‌ল। সমাবেশ শুরু হওয়ার আগে দল‌ দুটির নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে প‌ড়েন। এতে উভয় প‌ক্ষের কমপক্ষে ১২ জন আহত হন। ভাঙচুর করা হয় দোকানপাট ও আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয় দুটি মোটরসাইকেল।

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান বলেন, ‘আমাদের নেতা-কর্মীরা বিভিন্ন স্থান থেকে সভাস্থলে আসার সময় আওয়ামী লীগের কর্মীরা তাঁদের মারপিট করে। তারা আমাদের সভামঞ্চে আগুন লাগিয়ে দিয়েছে, অফিসে ভাঙচুর চালিয়েছে এবং অফিসেও অগ্নিসংযোগ করেছে। আমাদের অসংখ্য বিএনপির নেতা-কর্মীদের আহত করেছে।’

অগ্নিসংযোগের কথা মিথ্যা দা‌বি করে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো বলেন, ‘বিএন‌পির নেতা-কর্মীরা নি‌জেরাই তাঁদের অফিসে অগ্নিসংযোগ করেছে। আমা‌দের ৭ ‌থে‌কে ৮‌টি মোটরসাইকেল ভাঙচুর করেছে এবং অসংখ্য নেতা-কর্মীদের তারা মারপিট ক‌রে আহত ক‌রে‌ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নি‌চ্ছি।’

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আজ‌কের প‌ত্রিকা‌কে বলেন, দুই পক্ষ মুখোমুখি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। তারপরও কয়েকজন আহত হন। প‌রে টিয়ার‌শেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌য়ে‌ছে।

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁও-১, ২ ও ৩: এলোমেলো বিএনপি গোছানো জামায়াত

সম্পত্তির বিরোধে বাবার লাশ আটকে রাখল ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

ঠাকুরগাঁও চিনিকলে চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ