হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাঈদ মাহাবুব নামে এক যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে। তবে চেয়ারম্যান অভিযোগ অস্বীকার করে বলছেন, ‘মারপিটের সময় আমি ঘটনাস্থলে ছিলাম না, মিথ্যা অভিযোগ করছেন ওই যুবলীগ নেতা।’

জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী বাজারে ঘটনাটি ঘটেছে। আহত যুবলীগ নেতাকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত যুবলীগ নেতা সাঈদ মাহাবুব উপজেলার ভানোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আর অভিযোগ ওঠা চেয়ারম্যান একই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা সাঈদ মাহাবুব সাংবাদিকদের বলেন, ‘সকালে হলদিবাড়ী বাজারে মেয়েকে মোটরসাইকেলে নিয়ে জুস কিনতে গেলে চেয়ারম্যান ও তাঁর লোকজন আমার ওপর হামলা চালায়। একপর্যায়ে পাশে থাকা একটি হোটেল থেকে চেয়ারম্যান রফিকুল ইসলাম হাতে এঙ্গেল নিয়ে আমার মাথায় মারলে সেটা চোখের পাশে লাগে। আঘাতের স্থানে নয়টি সেলাই দিয়েছেন চিকিৎসক।’ এ ঘটনায় চেয়ারম্যানকে ১ নং আসামি করে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

অভিযোগ অস্বীকার করে ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘আমি ঘটনার সময় ছিলাম না। পুলিশ আমাকে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে যেতে বলে। পরে আমি ঘটনাস্থলে যাই। দু’পক্ষের মধ্যে মারপিট আগেই হয়েছে। সাঈদের সঙ্গে কিছুদিন ধরে মনমালিন্য চলছে। তাই সে অভিযোগ করতেই পারে।’বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন,‘হলদিবাড়ী বাজারে দু’পক্ষের মধ্যে মারপিটের ঘটনাটি পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে এনেছে। দু’পক্ষের মধ্যে কয়েকজন আহত হয়েছে। তবে এখনো পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।’ 

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁও-১, ২ ও ৩: এলোমেলো বিএনপি গোছানো জামায়াত

সম্পত্তির বিরোধে বাবার লাশ আটকে রাখল ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

ঠাকুরগাঁও চিনিকলে চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বাউলশিল্পীদের ওপর হামলা, তিনজন হাসপাতালে

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

চলন্ত ট্রেনে ফেরিওয়ালা খুন: সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে ৪ আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে ট্রেনে দুই হকারের মারামারি, ছুরিকাঘাতে একজনের মৃত্যু