ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে জেসমিন আক্তার (২৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি মধ্যপাড়া থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়। জেসমিন ওই এলাকার জয়নুল ইসলামের মেয়ে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল বলেন, জেসমিন আক্তারের স্বামী বিদেশে থাকেন। স্বামীর কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা ধার নিয়েছিলেন জেসমিনের বাবা জয়নুল ইসলাম। সেই টাকা নিতে বাবার বাসায় গিয়ে সম্ভবত তাঁর সঙ্গে ঝগড়াঝাঁটি হয়। পরে কোনো এক ফাঁকে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি করেছেন জেসমিনের বাবা জয়নুল ইসলাম।
ওসি আরও জানান, তবে গায়ে আঘাতের প্রাথমিক চিহ্ন পাওয়ায় ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রানীশংকৈল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এ বিষয়ে জানতে চাইলে জেসমিন আক্তারের শ্বশুর এনামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘জেসমিন কী কারণে মারা গেছে, আমার জানা নেই। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না।’