হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক ঘুষের ৫০ হাজার টাকাসহ হাতেনাতে আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঘুষের টাকাসহ আটক পাসপোর্ট অফিসের হিসাবরক্ষক। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে এক পাসপোর্ট আবেদনকারীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় দুদক কর্মকর্তারা তাঁকে হাতেনাতে আটক করেন।

দুদকের ঠাকুরগাঁও সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আজমির শরিফ মারজী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আটক করার সময় ফারুক আহমেদের কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে দুদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

দুদক সূত্রে জানা গেছে, গত ২০ নভেম্বর পাসপোর্ট নবায়নের আবেদনকারী মিরানা মাহজাবিন সরকার নামের এক সেবাগ্রহীতার কাছ থেকে পাসপোর্ট নবায়নের জন্য সরকারি ফির অতিরিক্ত ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন ফারুক আহমেদ। মিরানা মাহজাবিন ঘটনাটি দুদকে জানান। একই সঙ্গে ফারুক আহমেদের মোবাইল ফোনে কথোপকথন রেকর্ড করা হয়েছিল, যেখানে ঘুষের বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে।

দুদক সূত্রে আরও জানা গেছে, পরবর্তী সময়ে দুদকের একটি দল ফাঁদ পেতে ফারুক আহমেদকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক করে।

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁও-১, ২ ও ৩: এলোমেলো বিএনপি গোছানো জামায়াত

সম্পত্তির বিরোধে বাবার লাশ আটকে রাখল ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

ঠাকুরগাঁও চিনিকলে চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বাউলশিল্পীদের ওপর হামলা, তিনজন হাসপাতালে

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

চলন্ত ট্রেনে ফেরিওয়ালা খুন: সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে ৪ আসামি গ্রেপ্তার