হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-৩ আসনে সংসদ সদস্য হতে লড়বেন ৫ জন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) সংসদীয় আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হতে লড়বেন ৫ প্রার্থী। নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আজ ছিল শেষ দিন। এ দিন বৈধ ঘোষিত ৫ প্রার্থীর কেউই মনোনয়ন প্রত্যাহার করেনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম। ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে আগামী পহেলা ফেব্রুয়ারি এই সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। আগামী কাল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। 

এ নিয়ে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘১৪ দলীয় জোট ও জাতীয় পার্টিসহ ৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে গোপাল চন্দ্র রায় নামের এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে আজ রোববার বৈধ ঘোষিত প্রার্থীদের কেউ মনোনয়ন প্রত্যাহার করেনি।’ 

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—১৪ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশের ওয়ার্কাস পার্টির নেতা অধ্যাপক ইয়াসিন আলী, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের (বিএনএফ) সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, জাকের পাটির এমদাদ হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সাফি আল আসাদ। 

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৫০৪ জন। 

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ