হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

পুলিশের অনুষ্ঠানে অতিথির আসনে বসা আ.লীগ নেতা গ্রেপ্তার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

পুলিশের হাতে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শামসুল হক। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে অতিথির আসনে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা আওয়ামী লীগ নেতা ও আমজানখোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে তাঁকে আটক করে বালিয়াডাঙ্গী থানা–পুলিশ। পরে তাঁকে বালিয়াডাঙ্গী থানায় করা একটি রাজনৈতিক মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

গ্রেপ্তার হওয়া শামসুল হক উপজেলার আমজানখোর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও আমজানখোর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর দুই ছেলে বকুল ও নাসিরুল ইসলাম বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি।

এর আগে গতকাল আমজানখোর ইউনিয়ন পরিষদ চত্বরে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠানে অতিথির আসনে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন আওয়ামী লীগের ওই নেতা। এর পরে সমালোচনার মুখে তাঁকে আটক করে পুলিশ।

বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, তাঁর বিরুদ্ধে সীমান্তে সাম্প্রদায়িক উসকানি দিয়ে দাঙ্গা তৈরির অভিযোগ রয়েছে। এ ছাড়া কয়েকটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি তিনি।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা