হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ওভারটেক করার সময় ভ্যানে বাসের ধাক্কা, মা-ছেলে নিহত 

ঠাকুরগাঁও প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে ওভারটেক করার সময় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী মা ও তাঁর শিশুছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দলুয়া পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামের মাহবুব ইসলামের স্ত্রী খায়রুন নাহার (২৪) ও তাঁর ৭ মাস বয়সী সন্তান আবু যার গিফারী। আহতরা হলেন মাহবুব ও তাঁর ছোট বোন সাদিয়া খাতুন। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম। তিনি বলেন, এই ঘটনায় বাস আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ উপলক্ষে মাহবুব স্ত্রী, সন্তান ও ছোট বোনকে নিয়ে আজ বিকেল সাড়ে ৪টার দিকে ভ্যানে করে ঠাকুরগাঁও সদরের সালান্দর এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দলুয়া পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি বাস বেপোরোয়া গতিতে ওভারটেক করার সময় ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে খায়রুন নাহার ও তাঁর কোলের সন্তান আবু যার নিহত হন। 

মাহবুবের চাচাতো ভাই শাহরুল ইসলাম জানান, দুর্ঘটনায় তাঁর ভাবির দুই পা ও ভাতিজার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে। মাহবুব ও তাঁর ছোট বোনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম বলেন, মাহবুব ও তাঁর বোনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা