ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে প্রিতম দাস (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে পৌর শহরের টাঙ্গন নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া প্রিতম দাস পৌরশহরের হলপাড়া মহল্লার সুমন দাসের ছেলে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন বলেন, আজ সোমবার দুপুর ১টা ২০ মিনিটের সময় তারা খবর পান টাঙ্গন নদীতে এক কিশোর নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার ফাইটার সাজ্জাদ হোসেন নিহত কিশোরের মরদেহ নদীর বালু তোলা গর্ত থেকে উদ্ধার করে।
মৃত্যুর কারণ সম্পর্কে এ কর্মকর্তা আরও বলেন, ড্রেজার মেশিন দিয়ে নদীর বালু উত্তোলনের ফলে সৃষ্ট হওয়া গর্তে পড়ে যায় ওই কিশোর। সাঁতার না জানার কারণে তার মৃত্যু হয়। পরে ওই কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।