হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৭ নেতা–কর্মীকে বহিষ্কার

ঠাকুরগাঁও প্রতিনিধি

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঠাকুরগাঁও–২ আসনে নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ায় বিএনপির সাত নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বিএনপির সহ দপ্তর সম্পাদক মো. দবিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃতরা হলেন-উপজেলার চাড়োল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল জব্বার, একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী, বড়বাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন, ধনতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মতিয়র রহমান, ভানোর ইউনিয়ন বিএনপির সদস্য সফির উদ্দীন, বালিয়াডাঙ্গী মোটরশ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন ও বড় পলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সদস্য ইয়াসিন আলী। 

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মো. দবিরুল ইসলাম বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কাজে অংশগ্রহণ করায় তাদের বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা সভাপতি-সম্পাদকসহ দলীয় হাইকমান্ডের কাছে অনুলিপি দেওয়া হয়েছে।’ 

দলীয় তথ্য মতে, নির্বাচনী প্রচার শুরু হওয়ার পর থেকে বিএনপির এ নেতারা বিভিন্ন প্রার্থীর হয়ে পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেন। বিষয়টি জানাজানি হওয়ার পর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন