হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মতিউর রহমান মতির নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দীন ও তাঁর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত দুজন আহত হয়েছেন। 

গতকাল রোববার রাতে সাড়ে ৯টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলিগাঁও নয়াবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন নৌকা প্রতীকের প্রার্থী মতিউর রহমান মতির কর্মী রুহুল আমিন ও হাবিব। তাঁরা দুজনে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাসিরউদ্দীনসহ তাঁর কর্মী-সমর্থকেরা একটি নির্বাচনী মিছিল নিয়ে বাজারের ক্লাব মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়। পথসভার পাশেই কলিগাঁও নয়া বন্দর ক্লাব ঘরে নৌকার নির্বাচনী ক্যাম্পের কর্মীরা তাঁদের সাউন্ড সিস্টেমে উচ্চ শব্দে গান বাজাতে শুরু করেন। আওয়াজ কমাতে বললেও নৌকার কর্মী-সমর্থকেরা সে কথা কানে তোলেননি। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তাঁদের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয়। 

আহত রুহুল আমিন ও হাবিবের অভিযোগ, নাসিরসহ তাঁদের লোকজন অতর্কিত আমাদের নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলা করেছেন। আমাদের বেধড়ক মারধর করেছেন।’ 

তবে এ বিষয়ে অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী নাসিরউদ্দীন বলেন, ‘আসলে আমার পথসভায় বাধা দিয়ে তাঁরাই আবার এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাঁদের নির্বাচনী ক্যাম্প নিজেরা ভেঙে আমাদের দোষারোপ করছেন। আমাদের বিরুদ্ধে সব অভিযোগ বানোয়াট।’ 

নাসিরউদ্দীন আরও বলেন, ‘আমার কর্মী সমর্থকদের নির্বাচনী প্রচারণা থেকে ভয় দেখিয়ে বিচ্ছিন্ন রাখার জন্যই এ ষড়যন্ত্র করছেন তাঁরা।’ 

নৌকা প্রতীকের প্রার্থী মতিউর রহমান বলেন, ‘নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরে ঘটনাটি উপজেলা আওয়ামী লীগের নেতারা দেখছেন। তাঁদের দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আমি পরবর্তী ব্যবস্থা নেব।’ 

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল, বিষয়টি আমরা দলীয়ভাবে দেখছি।’

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা