হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিএসএফের গুলিতে জিন্নাত আলী (৫২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার উপজেলার জগদল সীমান্তের ৩৭৪ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। জিন্নাত আলী উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট কলোনির মহিউদ্দীনের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, জিন্নাত আলীসহ আরও কয়েকজন দেশের অভ্যন্তরেই গরুর ঘাস কেটে নাগর নদীতে ঘাস পরিষ্কার করতে যান। একপর্যায়ে তারা নদী থেকে উঠে বাড়ি ফিরতে চাইলে, আচমকা ভারতের উত্তর দিনাজপুর জেলার সীমান্ত বাহিনী বিএসএফ ব্যাটালিয়নের কুকরাদহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তাদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন জিন্নাত আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও নেওয়ার পথে তিনি মারা যান। 

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল আজকের পত্রিকাকে বলেন, জিন্নাত আলীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জগদল ক্যাম্পের কমান্ডার আ. মোমিন জানান, গুলি করে বাংলাদেশিকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। 

বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর আহমেদ বলেন, আজ শনিবার দুপুরে জিন্নাত আলী নামে এক বাংলাদেশি ভারতীয় সীমান্তের শূন্যরেখা অতিক্রম করলে বিএসএফ তাকে গুলি করে। আহত অবস্থায় তিনি বাংলাদেশ সীমান্তে চলে আসেন। পরে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও নেওয়ার পথে মারা যান।

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র