হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু, হাসপাতালে ভ্যাকসিন না পাওয়ার অভিযোগ 

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় সাপের কামড়ে আলী আকবর (৫১) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভ্যাকসিন না থাকার কারণে তাঁর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ মে) রাতে সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও থেকে দিনাজপুরে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

তিনি ওই ইউনিয়নের খড়িবাড়ি কাচাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আলী আকবরের ভাই রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বড় ভাই আলী আকবর শনিবার বিকেলে কৃষি জমিতে সেচ দিতে যান। এ সময় সেচের ড্রেন পরিষ্কার করতে গিয়ে একটি বিষাক্ত সাপ তাঁকে কামড় দেয়। তাৎক্ষণিক বাসায় এসে পরিবারের লোকজনকে জানালে আমরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে ভ্যাকসিন না থাকায় রোগীকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে দিনাজপুর নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।’

সাপে কাটার ভ্যাকসিন না থাকায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ‘জেলা শহরের একটি হাসপাতালে ভ্যাকসিন না পাওয়াটা খুবই দুঃখজনক। আজ যদি ভ্যাকসিন পাওয়া যেত তাহলে ওই শিক্ষকের মৃত্যু হতো না।’ 

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাদাত শাহরিয়ার বলেন, ‘এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহ নেই। ভ্যাকসিনের জন্য চাহিদা পাঠানো হয়েছে।’

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন