হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন পৌর কাউন্সিলর

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪৮ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৪.৯৩ পেয়েছেন পৌর কাউন্সিলর আব্দুস সামাদ। গতকাল সোমবার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিষয়টি জানান তিনি। 

পৌর কাউন্সিলর আব্দুস সামাদ পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তিনি পীরগঞ্জ পৌরসভার গুয়াগাঁও গ্রামের বাসিন্দা ও ৭ নম্বর ওয়ার্ডে দুইবারের নির্বাচিত হওয়া পৌর কাউন্সিলর। 

এ বিষয়ে কাউন্সিলর আব্দুস সামাদ বলেন, ‘পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মিশতে হচ্ছে। সমাজের সঙ্গে তাল মেলাতে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে। এ ভাবনা থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলাম। আগামীতে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখছি।’ 

পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রিয়াজ বলেন, ‘আমার নিজ এলাকার কাউন্সিলর আব্দুস সামাদ এবার এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেন। আমরা তাঁর পড়াশোনার ব্যবস্থা করেছিলাম। বোর্ডের নিয়মনীতি মেনে ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ-৪.৯৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। এ কাজের জন্য আমি নিজেকে সফল মনে করছি।’ 

জানা গেছে, পৌর কাউন্সিলর আব্দুস সামাদের দুই ছেলে রয়েছে। বড় ছেলে নাহিদ হাসান ২০২০ সালে এসএসসি পাস করে। বর্তমানে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল ট্রেডে চতুর্থ সেমিস্টারে পড়াশোনা করছে। ছোট ছেলে সজিব আলী কোরআনের হাফেজ। সে বর্তমানে পীরগঞ্জ এসআই সিনিয়র ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। 

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁও-১, ২ ও ৩: এলোমেলো বিএনপি গোছানো জামায়াত

সম্পত্তির বিরোধে বাবার লাশ আটকে রাখল ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

ঠাকুরগাঁও চিনিকলে চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বাউলশিল্পীদের ওপর হামলা, তিনজন হাসপাতালে

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

চলন্ত ট্রেনে ফেরিওয়ালা খুন: সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে ৪ আসামি গ্রেপ্তার