হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ছয় দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ছয় দফা দাবিতে আজ বুধবার ঠাকুরগাঁওয়ের বিসিক শিল্পনগরী এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

ছয় দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় তাঁরা অবস্থান নেন। সড়ক অবরোধের ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।

অবরোধে অংশ নেওয়া শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে—জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল, পদোন্নতির বিষয়ে হাইকোর্টে রায় বাতিল, সংশ্লিষ্টদের চাকরিচ্যুতি, বিতর্কিত নিয়োগবিধি সংশোধন এবং ২০২১ সালে রাতে নিয়োগপ্রাপ্ত ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল।

ছয় দফা দাবিতে আজ বুধবার ঠাকুরগাঁওয়ের বিসিক শিল্পনগরী এলাকায় সড়ক অবরোধ করেন বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কর্মসূচিতে অংশ নেওয়া আরিফ ফয়সাল, মো. শাহেদ, শাকিব, রাজু, শৈশব মহন্ত ও আশিকুল ইসলামের সঙ্গে কথা হয়। তাঁরা বলছেন, দাবির বিষয়ে জেলা প্রশাসক সরাসরি এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত তাঁরা অবরোধ প্রত্যাহার করবেন না।

এই প্রতিবেদন লেখার সময় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। তাঁদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন