হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ভাতে চুল পাওয়ায় স্ত্রীর মাথা ন্যাড়া করল স্বামী

ঠাকুরগাঁও প্রতিনিধি

ভাতে চুল পাওয়ায় হাত-পা বেঁধে স্ত্রীকে বেদম মারধর করে মাথা ন্যাড়া করার অভিযোগে উঠেছে এহসান মামুন (৪২) নামে এক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পাঁচ দিনেও পুলিশ মামুনকে গ্রেপ্তার করতে পারেনি। এতে ভয়ে দিন পার করছেন ওই গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর নওয়াপাড়া গ্রামে। স্বামী এহসান মামুন ওই গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে।

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ সূত্রে জানা যায়, ১৩ বছর আগে বিয়ে হয় ওই দম্পতির। তাদের সংসারে একটি তিন বছরের মেয়ে ও ১২ বছরের ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ দিতে থাকেন স্ত্রীকে। চাহিদামত যৌতুক দিতে না পারায় প্রায়ই তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করত স্বামী এহসান মামুন।

ভুক্তভোগী স্ত্রী আরও জানায়, গত ৭ এপ্রিল মামুন ভাত খাওয়ার সময় থালায় একটি চুল পাওয়াকে কেন্দ্র করে তাকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে এবং বেঁধে মাথা ন্যাড়া করে দেয়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ দিকে এ ঘটনার একদিন পরে মামলা হলে মামুন পালিয়ে যায়। অজ্ঞাত স্থান থেকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে জানায় ভুক্তভোগী ওই গৃহবধূ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার এড়াতে আসামি গা ঢাকা দিয়েছেন। তাঁকে আইনের আওতায় নিয়ে আসতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র