হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

সহায়তার চাল দিতে টাকা নিলেও লিখিয়ে নিচ্ছেন ‘টাকা দিইনি’

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

চাল সহায়তা পাওয়ার জন্য কাউকে টাকা দেননি। এমন স্বীকারোক্তির কাগজ হাতে এক উপকারভোগী। ছবি: আজকের পত্রিকা

শিউলি বেগম ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় চাল সহায়তা পাওয়ার তালিকায় তাঁর নাম রয়েছে ১০০ নম্বরে। আজ শনিবার দুপুরে তাঁর স্বামী সেনারুল ইসলাম চাল নিতে আসেন ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে। সংশ্লিষ্ট স্লিপে লেখা ‘১০০ টাকা বাকি’।

কারণ জানতে চাইলে সেনারুল জানান, সরকারি সহায়তার এই চাল পাওয়ার জন্য ইউপি সদস্য কুলসুম আক্তারের স্বামী হানিফকে ১ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে। এখন পরিষদে আরও ১০০ টাকা দিতে হবে। সেটাই স্লিপে লিখে দিয়েছে।

একই ওয়ার্ডের আরেক বাসিন্দা মরিয়ম বেগমও এসেছেন চাল নিতে। তিনি জানান, তাঁর স্বামী খোরশেদ আলী ইউপি সদস্য শরিফুল ইসলামকে ১ হাজার টাকা দিয়েছেন। বাকি ১০০ টাকা দিলে ইউপি কার্যালয় থেকে ভিডব্লিউবি কর্মসূচির পাঁচ মাসের পাঁচ বস্তা (প্রতিটি ৩০ কেজি) চাল পাবেন।

এমন অভিযোগ শুধু মরিয়ম বা সেনারুলের নয়, চাল নিতে আসা প্রায় সব সুবিধাভোগীরই। প্রত্যেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্যকে অগ্রিম ১ হাজার টাকা এবং ইউপি কার্যালয়ে ১০০ টাকা দেওয়ার শর্তে চাল সংগ্রহের স্লিপ পেয়েছেন। এতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের স্বাক্ষর রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীনে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ভানোর ইউনিয়নের ৩০৫ সুবিধাভোগীর মধ্যে চাল বিতরণ শুরু হয় শনিবার সকাল থেকে। জানুয়ারি থেকে মে—এই পাঁচ মাসের চাল দেওয়া হয়। একসঙ্গে ১৫০ কেজি চাল পাওয়ার কথা থাকায় প্রত্যেক সুবিধাভোগীর কাছ থেকে ১ হাজার টাকা করে নেন ইউপি সদস্যরা।

সরেজমিনে দেখা গেছে, ইউপি কার্যালয়ে চাল বিতরণ করেন ইউপিসচিব হাবিবুল্লাহ। ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মমিনুর রহমান। সেখানে সুবিধাভোগীদের কাছ থেকে স্লিপ এবং অতিরিক্ত আরেকটি কাগজ জমা নেন ইউপিসচিব। ওই কাগজে লেখা, ‘চাল উত্তোলনের জন্য কাউকে টাকা দিইনি।’

ভিডব্লিউবি কর্মসূচির চাল সহায়তার স্লিপ হাতে এক উপকারভোগীর স্বামী। ছবি: আজকের পত্রিকা

এ নিয়ে কথা হলে ক্ষোভ প্রকাশ করে ৩ নম্বর ওয়ার্ডের সুবিধাভোগী রূপসানা আক্তারের স্বামী এহেসান আলী বলেন, ‘মেম্বারেরা টাকা নিয়েছে আমাদের কাছ থেকে। এখন আবার আমাদের কাছ থেকেই লিখিত নিচ্ছে যে আমরা কোনো টাকা দিইনি। প্রথমে টাকা দিয়ে পাপ করেছি, এখন লিখিত দিয়ে আরও পাপ বাড়াচ্ছি। অনিয়ম এখানে নিয়মে পরিণত হয়ে গেছে।’

এ বিষয়ে কথা বলতে চাইলে উপস্থিত ইউপি সদস্যরা সাংবাদিকদের দেখে দ্রুত সটকে পড়েন। পরে একাধিক ইউপি সদস্যকে ফোন দিলেও কেউ রিসিভ করেননি। অন্যদিকে ইউপি সদস্য কুলসুম আক্তারের স্বামী হানিফ ১ হাজার টাকা করে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘১০০ টাকা করে ইউপি কার্যালয়ে জমা দিয়ে চাল নেবেন। এই টাকা চাল আনা-নেওয়ার খরচ হিসেবে দিতে বলেছি।’

ভিডব্লিউবি কর্মসূচির চাল সহায়তার স্লিপ হাতে এক উপকারভোগীর স্বামী। ছবি: আজকের পত্রিকা

এদিকে ইউপিসচিব হাবিবুল্লাহ জানান, চালের বিপরীতে টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হলে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ নিজেই এসে সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। তাঁরা ইউএনওকে টাকা নেওয়ার বিষয়ে জানিয়েছেন। তারপরও সুবিধাভোগীদের কাছ থেকে ‘চাল উত্তোলনের জন্য কাউকে টাকা দিইনি’ এমন স্বীকারোক্তি কেন নিচ্ছেন—জানতে চাইলে হাবিবুল্লাহ বলেন, ‘এটা বাঁচার জন্য নিচ্ছি।’

যোগাযোগ করা হলে ইউএনও পলাশ বলেন, ‘ঘটনাস্থলে গিয়েছিলাম। সুবিধাভোগীদের নিকট থেকে টাকা নেওয়ার বিষয়টির সত্যতা পাওয়া গেছে। ইউপিসচিবকে একটা লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। যেসব ইউপি সদস্য জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হবে।’

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা