হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৬ জনের মৃত্যু

প্রতিনিধি, ঠাকুরগাঁও

গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৬ জনে। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ২ দশমিক ৮৬ শতাংশ। 

রোববার জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩০৭টি নমুনা পরীক্ষা করে ১০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৮৫ শতাংশ। এ নিয়ে জেলায় শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৩৯ জনে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ পাঁচ জন ও নারী একজন রয়েছেন। যাদের বয়স ৩৩ থেকে ৭৬ বছরের মধ্যে। মারা যাওয়া ব্যক্তিরা সদর উপজেলা ও রাণীশংকৈলে একজন করে এবং পীরগঞ্জ ও হরিপুর উপজেলার দুজন করে বাসিন্দা রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ৭৫ জন, পীরগঞ্জে ১১, রাণীশংকৈলে ৫, বালিয়াডাঙ্গীতে ৭ ও হরিপুর উপজেলায় ৯ জন রয়েছেন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১০৫ জন। এ নিয়ে মোট ৪ হাজার ৫৮০ জন সুস্থ হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শহরে কিংবা গ্রামে মানুষ মাস্ক বিহীন চলাচল করতেছে। এ অবস্থায় জনসাধারণ অসচেতনভাবে চলাচল করলে করোনার পরিস্থিতি আরও ভয়ংকর হবে। প্রাণঘাতি করোনার মৃত্যু ও শনাক্তের হার কমাতে এই মুহূর্তে থেকে জনসচেতনতার বিকল্প নেই।  

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ