হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

১ ভোট পেয়ে জামানত হারালেন দুই সদস্য প্রার্থী

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনের ২ নং ওয়ার্ড তথা বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ শেষ হয়েছে আজ সোমবার দুপুর ২টায়। এরই মধ্যে বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন ২ নং ওয়ার্ডের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায়। 

ফলাফলে সাধারণ সদস্য পদে ৪ জন প্রার্থীর মধ্যে সফিকুল ইসলাম তালা প্রতীকে ৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হবিবুর রহমান টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ১৯টি। 

এদিকে অপর দুই প্রতিদ্বন্দ্বী আলী আফসার অটোরিকশা প্রতীকে এবং বাবুল আকতার হাতি প্রতীকে ১টি করে ভোট পেয়ে জামানত হারিয়েছেন। 

প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় আজকের পত্রিকাকে জানান, আজ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ইভিএমের মাধ্যমে ভোট দিয়েছেন ১০৬ জন ভোটার। একজন ভোটার অনুপস্থিত ছিলেন। বেসরকারিভাবে জেলা পরিষদের ২ নং ওয়ার্ড তথা বালিয়াডাঙ্গী উপজেলা থেকে সফিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। 

উপজেলা নির্বাচন কর্মকর্তা দলিল উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাপ্ত বৈধ মোট ভোটারের মধ্যে ৮ ভাগের ১ ভাগের কম ভোট পেলে ওই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়। ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনের ২ নং ওয়ার্ড তথা বালিয়াডাঙ্গী উপজেলায় দুই জন সাধারণ সদস্য পদে প্রার্থী ১টি করে ভোট পেয়েছেন। সুতরাং তাঁরা নিজেদের জামানত হারালেন।’

অপর দিকে সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ৭ জন প্রার্থীর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ৭ প্রার্থীর মধ্যে আফসানা আখতার ফুটবল প্রতীকে পেয়েছেন ৩৩ ভোট, দ্রৌপদী দেবী আগারওয়ালা টেবিলঘড়ি প্রতীকে পেয়েছেন ৪৭ ভোট, মহসেনা বেগম হরিণ প্রতীকে পেয়েছেন ২ ভোট, সুরাইয়া জেসমিন বিউটি কম্পিউটার প্রতীকে ২৩টি ভোট, হুসনেয়ারা হক বই প্রতীকে ১টি ভোট, কানন রায় দোয়াত কলম প্রতীকে এবং হালিমা খাতুন মাইক প্রতীকে কোনো ভোট পাননি।

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন