হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গীতে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া দুই শিক্ষার্থীর লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া দুই শিক্ষার্থীর পড়ালেখার খরচের দায়িত্ব নিয়েছে উপজেলা প্রশাসন। দুই শিক্ষার্থীর হাতে ভর্তির খরচ বাবদ চেক দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।

আজ রোববার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া পাড়িয়া ইউনিয়নের ক্ষুদ্র মাছখুড়িয়া গ্রামের সৌরভ হোসেন রিশাদের হাতে চেক দেন ইউএনও পলাশ কুমার দেবনাথ। এ সময় তাঁকে শুভেচ্ছা এবং পরবর্তী সময়ে যেকোনো ধরনের সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।

এর আগে ২৬ জানুয়ারি কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বড়পলাশবাড়ী ইউনিয়নের কিসমত পলাশবাড়ী গ্রামের জেমি আকতারকে আর্থিক সহায়তা দেন ইউএনও।

ইউএনও পলাশ কুমার দেবনাথ বলেন, ‘মেডিকেলে সুযোগ পাওয়া শিক্ষার্থীরা দেশের সম্পদ। উপজেলা প্রশাসন পাঁচজনকে শুভেচ্ছা জানিয়েছে এবং দুজনের পড়াশোনার সব খরচের দায়িত্ব নিয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলা থেকে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’

চলতি বছর বালিয়াডাঙ্গী উপজেলা থেকে পাঁচজন পাঁচটি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। যশোর মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন মাহাজাবিন ইসরাত মিম, কুষ্টিয়া মেডিকেলে জেমি আকতার, ময়মনসিংহ মেডিকেল কলেজে সৌরভ হোসেন রিশাদ, জামালপুর মেডিকেলে মেহেরা আক্তার মিতু ও রংপুর মেডিকেলে সুযোগ পেয়েছেন নুর-ই-জান্নাত।

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন