হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

রানীশংকৈলে ছাগলের চামড়া ৫, গরু সর্বোচ্চ ৬০০ টাকা

প্রতিনিধি, রানীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় কোরবানির গরু-ছাগলের চামড়ার দাম একবারেই কম। ছাগলের চামড়া ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ টাকা, গরুর চামড়া ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে।

তবে সাধারণ মানুষের বাড়ি বাড়ি থেকে চামড়া কিনে বেড়ানো ফড়িয়াদের এবার খুব একটা দেখা মেলেনি বলে দাবি সাধারণ মানুষের। এবারে বাজারে গিয়েই চামড়া বিক্রি করতে হচ্ছে তাদের। ফড়িয়ারা বলছে এবারে চামড়ার আমদানি কম পাশাপাশি দামও কম।

পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চামড়া কেনা ফড়িয়া সামাদ ও সুইদল হকের সাথে কথা হলে তাঁরা জানান, দুই শ গরু ও ছাগলের চামড়া কিনেছেন। ছাগলের চামড়া ৩ টাকা থেকে সর্বোচ্চ ৫০ টাকা ও গরুর চামড়া ৫০ থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত ক্রয় করেছেন।

স্থানীয় এক মাদ্রাসার মুহতামিম মাজেদুল ইসলাম বলেন, আমরা গরু-ছাগলের মোট ১৮টি চামড়া পেয়েছি। তাতে ষাঁড় তিনটির চামড়া ১ হাজারে ১০০ ও গাভির ৬টি ৯০০ টাকা ও ছাগলের ৯টি ৯০ টাকা বিক্রি করেছি।

উপজেলার বাঁশবাড়ী গ্রামের বাসিন্দা কবির বলেন, গরু জবাই করেছি সেই ১২টায় বিকেল গড়িয়ে এলেও চামড়া কিনতে আসেনি পড়ে তা মাটিতে পুতে দিয়েছি। সন্ধারই গ্রামের বাসিন্দা সুমন পাটোয়ারী বলেন, চামড়া কেনার কোন পার্টি পায়নি। তবে গরুর চামড়াটি স্থানীয় একটি মাদ্রাসায় দিয়েছি।

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র