হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার টাঙ্গন নদীতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আরও এক শিশু।

মৃত শিশুরা হলো, উপজেলার নারগুন ইউনিয়নের কহোর পাড়া গ্রামের ইউনুছ আলীর ছেলে সিয়াম (৯) ও একই গ্রামের মনসুর আলীর ছেলে মাসুম বিল্লাহ (১১)। অন্যদিকে শাওন (১২) নামে এক শিশু নিখোঁজ থাকায় রংপুর থেকে ডুবুরি দল এসে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ বিকেল ৪টার দিকে কহোর পাড়া এলাকার পাঁচজন শিশু বাড়ির পাশে টাঙ্গন নদীতে গোসল করতে যায়। এরপর অনেক সময় পেরিয়ে গেলেও তারা গোসল করে বাসায় না ফেরায় বাড়ির লোকজন তাদের খুঁজতে শুরু করে। একপর্যায়ে নদীতে মাছ ধরার জাল ফেলা হলে সিয়াম ও মাসুম জালে আটকা পড়ে। নদী থেকে উদ্ধার করে তাদের দুজনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করে। পরে স্থানীয় ও স্বজনেরা নদীতে আরও খোঁজাখুঁজি করে আরও দুজনকে জীবিত উদ্ধার করে। তবে তাদের সঙ্গে গোসল করতে যাওয়া শাওন নামের আরেক শিশু নিখোঁজ থাকায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দেওয়া হয়।

স্থানীদের অভিযোগ অবৈধভাবে নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় টাঙ্গন নদীসহ জেলার অন্য নদীতে গোসল বা সাঁতার কাটতে গিয়ে অনেক শিশু–কিশোরসহ প্রাপ্ত বয়স্ক মানুষের সলিলসমাধি ঘটছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সরোয়ার হোসেন দুজন শিশু নিহতের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

এ বিষয়টি ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি মর্মান্তিক। দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে।’ 

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র