হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ধর্ষণ মামলার ১৬ বছর পর একজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে গৃহবধূ ধর্ষণের দায়ে ফারুক আলম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ বছর আগের করা ধর্ষণ মামলার বিচার শেষে আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ওই গৃহবধূর স্বামীর সঙ্গে ফারুকের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। এই সুযোগে ওই নারীর বাড়িতে যাতায়াত ছিল তাঁর। এই সুবাদে ওই নারীর সঙ্গে ফারুকের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ফারুক। পরে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গৃহবধূ তাঁর স্বামীকে তালাক দিয়ে ফারুককে বিয়ের কথা বলেন। ফারুক বিয়ে করতে অস্বীকৃতি জানালে এ বিষয়ে সালিশ বৈঠক বসে। সালিশে ফারুক অভিযোগ অস্বীকার করে। পরে ২০০৭ সালের ১৭ এপ্রিল ধর্ষণের অভিযোগ এনে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সদর থানার এসআই আদিল হোসেন মামলার তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। আজ আসামি ফারুক আলমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর চার আসামি অব্যাহতি পায়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশেষ পিপি আবু তৈয়ব মো. নজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ ১৬ বছর পরে হলেও ভিকটিম ন্যায়বিচার পেয়েছেন। সে কারণে এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি।’

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন