হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

হাড় কাঁপানো শীত: আসামিদের কম্বল দেওয়ার পর কাঠগড়ায় বিছানো হলো কার্পেট

ঠাকুরগাঁও প্রতিনিধি

শীতে কাঁপছে ঠাকুরগাঁও। তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রিতে। ওঠানামা করছে ১৬ ডিগ্রির ভেতরেই। শীতের দাপটে কাবু হয়ে পড়েছে এ অঞ্চলের জনপদ। ঘন কুয়াশাচ্ছন্ন হয়ে আছে গোটা জেলা। দুপুর পর্যন্ত সূর্যের দেখা পাওয়াই দুষ্কর হয়ে উঠছে। 

এমন অবস্থায় সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত আসামি ও বিচারপ্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।  

শীতের দিনে খালি পায়ে কাঠগড়ার শীতল মেঝেতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা আসামিদের জন্য কষ্টকর। তাই কাঠগড়ায় কার্পেট বিছানোর ব্যবস্থা করেছেন বিচারক। 

আজ বুধবার চিফ জুডিশিয়াল আদালতের সব কাঠগড়ায় বিছানো হয় উন্নত মানের কার্পেট। 

এ সময় উপস্থিত থেকে কার্পেটে বিছানো তদারকি করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন। 

আদালত সূত্রে জানা যায়, আদালতের কাঠগড়ার মেঝেতে শীতের সময় প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। আদালতের বিচারক, আইনজীবীসহ সব কর্মকর্তা–কর্মচারী জুতা পরেই থাকেন। কিন্তু আসামিদের দীর্ঘ সময় জুতা খুলে কাঠগড়ার শীতল মেঝেতে বসে থাকতে হয়। বিষয়টি বিচারক নিত্যানন্দ সরকারের নজরে পড়ে। এরপর তিনি কাঠগড়ায় কার্পেট বিছানোর ব্যবস্থা করেন। 

ঠাকুরগাঁও আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখর কুমার রায় বলেন, ‘আদালতের কাঠগড়ায় কার্পেট বিছানোর ঘটনা ঠাকুরগাঁওয়ে এটাই প্রথম। তবে এটি যদি তিনি (বিচারক) ব্যক্তিগত অর্থায়নে করে থাকেন তাহলে মহৎ উদ্যোগ, আর যদি গভর্নমেন্টের টাকা দিয়ে করে থাকেন তাহলে অপচয় হয়েছে!’ 

এর আগে গত মঙ্গলবার কোর্ট ভবনে হাজতখানায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের মাঝে কম্বল বিতরণ করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন