হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গীতে এবার মরা গরুর মাংস বিক্রির অভিযোগ, ২ জনের কারাদণ্ড

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মরা ব্রয়লার মুরগি ও মরা ছাগলের মাংস বিক্রির ঘটনার এক মাস পার হতে না হতেই এবার মরা গরু জবাই করে মাংস বিক্রির ঘটনা ঘটেছে। মাংস বিক্রির সময় দুজনকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল রোববার রাত সাড়ে ১১টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বালিয়াডাঙ্গীর ইউএনও যোবায়ের হোসেন এই রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের শাহাপাড়া গ্রামের সলিম উদ্দীনের ছেলে রমজান আলী (৪৫) ও বিশ্রামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে পয়জার আলী (৩৮)। 

সহযোগী স্যানেটারি ইন্সপেক্টর আব্দুল গফুর আজকের পত্রিকাকে বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মটরাহাটে একটি মরা গরু জবাই করা হয়। পরে সেই মাংস বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী বাজারে নিয়ে গভীর রাতে বিক্রির চেষ্টা করে তারা। এ সময় স্থানীয় লোকজন ইউএনওকে মোবাইল ফোনে অবগত করেন। পরে ঘটনাস্থলে পুলিশসহ ইউএনও দুজনকে আটক করলেও মোস্তফা নামে একজন পালিয়ে যান। তিনিই ওই গরুর মালিক ছিলেন বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক যোবায়ের হোসেন জানান, জবাই করার পর গরুটি ইজিবাইকে দিয়ে আনা হয়। এরপর মাংস বিক্রির চেষ্টা করার সময় পুলিশ সদস্যদের সহযোগিতায় দুজনকে আটক করা হয়। পরে তাঁরা নিজেদের দোষ স্বীকার করলে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে দণ্ড পাওয়া দুই কসাইকে কারাগারে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, এর আগে গত ২০ মে মরা ছাগল জবাই করে মাংস বিক্রির দায়ে নজরুল ইসলাম (৪৮) ওরফে ইদু নামে এক কসাইকে জেলে পাঠানো হয়। এ ছাড়া ১০ মে মরা মুরগির মাংস রান্না করে বিক্রি ও বিক্রির দায়ে হোটেল মালিক সেলিম উদ্দীনকে ৫ হাজার টাকা ও মাংস বিক্রেতা আব্দুলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র