হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

মনের ভুলে দেওয়া হয়নি এসএসসি পরীক্ষা, অভিমানে ছাত্রের আত্মহত্যা

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

গত রোববার ছিল কারিগরি বোর্ডের ট্রেড-২ কম্পিউটার বিষয়ের এসএসসি পরীক্ষা। সেদিন মনের ভুলে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেনি স্বপন কুমার রায়। পরে অন্য সহপাঠী পরীক্ষার্থীদের কাছে জানতে পারে ওই দিনই ছিল তার সর্বশেষ পরীক্ষার দিন। এটি জানতে পেরে স্বপন কুমার মানসিকভাবে ভেঙে পড়ে। পরে ওই দিন রাতে সে বাড়িতে থাকা ইঁদুর নিধনের বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ঘরের ভেতর ছটফট করতে থাকে। বাড়ির অন্য সদস্যরা বিষয়টি টের করতে পেয়ে তার ঘরের দরজা ভেঙে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রথমে নেকমরদ শহরের পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ অবস্থার বেগতিক দেখে তাকে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তর করে। সেখানেই গত সোমবার দুপুরে সে চিকিৎসাধীন মৃত্যু বরণ করেন।

ঘটনাটি ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার ফরিঙ্গাদিঘী নামক এলাকায় ঘটেছে। মৃত পরীক্ষার্থী ওই এলাকার সুভাস রায়ের ছেলে। সে মীরডাঙ্গী বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ভকেশনাল শাখার এসএসসি পরীক্ষার্থী ছিল। পরিবারের কোনো  অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি সাপেক্ষে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় তার সৎকারের কাজ সম্পূর্ণ করা হয়েছে বলে জানিয়েছেন ওই এলাকার ইউপি চেয়ারম্যান শরৎ চন্দ্র রায়। 

থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখ গতকাল মঙ্গলবার দুপুরে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাঁরা  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) বরাবর একটি লিখিত আবেদন করে মরদেহ দাফনের অনুমিত নিয়ে সৎকারের কাজ সম্পূর্ণ করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ