হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মাহবুবুর রহমান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও এক আরোহী। আজ বুধবার রাত ৮টার দিকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোঁচাবাড়ী বাজারের কেবি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন।

মাহবুবুর রহমান দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার রামপুর এলাকার রহিম উদ্দীনের ছেলে। আহত তাছলিফুর রহমান একই এলাকার সফির উদ্দীনের ছেলে।

উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন বলেন, মাহবুবুর রহমান প্রতিবেশী চাচাতো ভাই তাছলিফুর রহমানকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশ কোচের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন তাঁর চাচাতো ভাই তাছলিফুর। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁও সদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাসটিকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন