হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

স্ত্রীকে দিয়ে প্রবাসী বোনের স্বাক্ষর জাল করে জমি লিখে নিয়ে হাজতে যুবদল নেতা

ঠাকুরগাঁও প্রতিনিধি

মারধর ও প্রতারণার অভিযোগে ছোট বোনের করা মামলায় ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের হোটেল রেস্তোরাঁ সামনে থেকে মেহেবুল্লাহ আবু নূর চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলা তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক মামুনুর রশিদ।

এজাহারের বরাতে উপপরিদর্শক মামুনুর রশিদ জানান, আবু নূর চৌধুরী তাঁর ছোট বোন যুক্তরাষ্ট্রপ্রবাসী মোর্শেদা চৌধুরী ঝুমুরের পৈতৃক সূত্রে পাওয়া বালিয়াডাঙ্গী উপজেলায় ৮০ শতক জমি বিক্রি করে দেন। সম্প্রতি ঝুমুর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে জানতে পারেন তাঁর অংশের জমি বিক্রি করে দিয়েছেন তাঁর ভাই। সংশ্লিষ্ট ভূমি অফিসে গেলে তারা জানায়, মোর্শেদা চৌধুরী ঝুমুরই তাঁর জমি বিক্রি করেন। বিষয়টি ভাইয়ের প্রতারণার বুঝতে পেরে কিছুদিন আগে শহরের আরেক বোনের বাসায় পারিবারিকভাবে মীমাংসার জন্য বসলে সেখানে ঝুমুরকে মারধর ও নির্যাতর করেন নূর চৌধুরী।

এরপর তিনি মারধর ও প্রতারণার অভিযোগ এনে নূর চৌধুরী, তাঁর স্ত্রী সুলতানা আক্তার, জমি ক্রেতাসহ ১১ জনকে আসামি করে গত ১০ সেপ্টেম্বর মামলা করেন।

মামলার বাদী মোর্শেদা চৌধুরী ঝুমুর বলেন, ‘আমার অনুপস্থিতে ভাই আবু নুর তার স্ত্রীকে বোন বানিয়ে আমার স্বাক্ষর জাল করে জমিটি বিক্রি করে দেয়। পরে বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তারা আমার ওপর হামলা করে। এ জন্য মামলা করেছি।’

উপপরিদর্শক মামুনুর রশিদ বলেন, মামলার পর থেকে আবু নূর চৌধুরী পলাতক ছিলেন। তিনি মামলার ২ নম্বর আসামি। ১ নম্বর আসামি তাঁর স্ত্রী। তিনিও পলাতক আছেন। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন