হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে ফ্যাসিবাদ আর ফিরবে না: এ্যানি

ঠাকুরগাঁও প্রতিনিধি

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: আজকের পত্রিকা

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন ও একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করা গেলে দেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ে ইএসডিওর জয়নাল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন এ্যানি। কর্মশালার আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি।

এ্যানি বলেন, ‘আমরা একদিকে আন্দোলন করছি, অন্যদিকে ২৭ দফাভিত্তিক কাজ চালিয়ে যাচ্ছি। সেখান থেকেই ৩১ দফার রূপরেখা এসেছে। ২০২৩ সালে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত দলগুলোর সঙ্গে আলোচনা করে এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।’

এ্যানি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে যে চিন্তা ও পরিকল্পনা নেওয়া হয়েছে, তা ধীরে ধীরে রাজনৈতিক ঐক্য ও গণ–আন্দোলনের ভিত্তি গড়ে তুলেছে। সেই আন্দোলনই আজ এক দফা—শেখ হাসিনার পদত্যাগ—দাবি করে এগোচ্ছে।

বর্তমান সরকারের সংস্কার ও নির্বাচনের যে প্রস্তাব, তা অনেকটাই বিএনপির ৩১ দফার সঙ্গে সংগতিপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

সংগঠনের তৎপরতা সম্পর্কে এ্যানি বলেন, আন্দোলনের সময় সংগঠনে মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে এখন সময় এসেছে ৩১ দফাকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার। তিনি দলীয় নেতা-কর্মীদের দফাগুলো জনসমক্ষে তোলার আহ্বান জানান।

কর্মশালায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন। এতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন