হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

সৈয়দপুরে সাফজয়ী ৩ ফুটবলারকে সংবর্ধনা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে সাফজয়ী ৩ নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিতরা হলেন—রংপুরের সিরাত জাহান স্বপ্না, ঠাকুরগাঁওয়ের স্বপ্না রানী ও একই জেলার রানীশংকৈল উপজেলার সোহাগী কিসকু। 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিমানযোগে সৈয়দপুরে যাওয়ার পর একদল নারী ক্রীড়াবিদ ওই তিন ফুটবলারকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন—সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন এবং রংপুর ও ঠাকুরগাঁও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। 

সংবর্ধনা পাওয়া ফুটবলাররা বলেন, ‘এত মানুষ আমাদের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছেন। এটা দেখে আমাদের স্বপ্ন অনেক বড় হয়ে গেল। দেশের জন্য আরও অনেক কিছু করতে হবে আমাদের।’ তাঁরা আরও বলেন বলেন, ‘দেশ আমাদের কাছে মায়ের সমান। মায়ের মুখে হাসি ফোটাতে আরও ভালো খেলতে চাই।’ এ সময় সকলের সহযোগিতা চান তাঁরা। 

রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, ‘তিন ফুটবলার আমাদের এ অঞ্চলের গর্ব। এ জন্য তাঁদের বরণ করে নেওয়ার আয়োজন করা হয়েছে।’ পরে ওই তিন ফুটবলারকে নিয়ে একটি মোটর শোভাযাত্রা বের হয়।

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র