হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

সমবায় অফিসে অস্ত্র-ইয়াবা-ব্ল্যাংক স্ট্যাম্প: ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

সমবায় সমিতির আড়ালে পরিচালিত হচ্ছিল মাদক ও উচ্চ সুদের ব্যবসা। খবর পেয়ে শনিবার ভোরে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ে সমবায় সমিতির আড়ালে পরিচালিত হচ্ছিল মাদক ও উচ্চ সুদের ব্যবসা। শনিবার ভোররাতে সেনাবাহিনীর অভিযানে ওই সমিতির পরিচালক মো. মুকুলকে (৩৮) আটক করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, অস্ত্রসদৃশ লাইটার, শত শত স্বাক্ষরযুক্ত ব্ল্যাংক স্ট্যাম্প ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

আটক মুকুল সদর উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের মধ্য পারপুগী গ্রামের বাসিন্দা।

সেনাবাহিনীর ঠাকুরগাঁও অস্থায়ী ক্যাম্প সূত্র জানায়, ‘আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মুকুল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও উচ্চ সুদের লেনদেনে জড়িত ছিলেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৪টার দিকে অভিযান চালানো হয়। ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. মেহেদী হাসানের নেতৃত্বে শিবগঞ্জ বাজার এলাকায় ওই সমিতির কার্যালয়ে অভিযান চালিয়ে মুকুলকে আটক করা হয়।

তল্লাশিতে উদ্ধার করা হয় ৪৭০ পিস ইয়াবা, ৬০০টি স্বাক্ষরযুক্ত ব্ল্যাংক স্ট্যাম্প, ৩০টি বিদেশি কয়েন, ছয়টি বিদেশি কাগুজে নোট, একটি চাইনিজ কুড়াল, একটি লাঠি ও একটি পিস্তলসদৃশ লাইটার। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ২ লাখ টাকা।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘আদর্শ ক্ষুদ্র সমবায় সমিতি’র আড়ালে মুকুল স্থানীয় দরিদ্র মানুষের সঙ্গে উচ্চহারে সুদের ব্যবসা করতেন। পাশাপাশি তার কার্যালয়ে নিয়মিত মাদক বেচাকেনাও চলত।

পরে সেনাবাহিনী তাঁকে উদ্ধারকৃত আলামতসহ ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করে। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান আজকের পত্রিকাকে বলেন, ‘সেনাবাহিনীর হস্তান্তরের পর মুকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা