হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, কারাগারে যুবক

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও লোডশেডিং নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার মামলায় আমানুল্লাহ আমান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।

আজ ভোরে হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের খামার হটাৎপাড়া গ্রামের পল্লিপাড়ায় নিজ বাড়ি থেকে আমানকে গ্রেপ্তার করে পুলিশ। আমান ওই এলাকার পল্লিচিকিৎসক আবু তালেবের ছেলে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হরিপুর থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান। তিনি বলেন, ‘আমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন হরিপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান। পরে অভিযান চালিয়ে মামলার আসামি আমানকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

এজাহার থেকে জানা গেছে, আমান নিজের ফেসবুকে গতকাল প্রধানমন্ত্রী, সরকারদলীয় নেতাদেরসহ বিদ্যুতের লোডশেডিং নিয়ে কটূক্তি করে পোস্ট দেন। এটি ছড়িয়ে পড়লে অনেকেই তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এতে যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কার কথাও উল্লেখ করা হয় এজাহারে। তাই দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে মামলাটি দায়ের করেন ওই আওয়ামী লীগ নেতা।

মামলার বাদী মিজানুর রহমান বলেন, ‘এর আগেও কটূক্তিমূলক পোস্ট সামাজিক মাধ্যমে দেন আসামি আমান। তিনি অপপ্রচার ও অশালীন মন্তব্য করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যাহত করতে চান। এ জন্য তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা