হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

দুর্ঘটনায় দুই পা হারালেন সংবাদ পাঠিকা

ঠাকুরগাঁও প্রতিনিধি

আহত সংবাদ পাঠিকা মনি চৌধুরী। ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বেতারের সংবাদ পাঠিকা মনি চৌধুরী (৩৫) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তিনি তাঁর দুটি পা হারিয়েছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌধুরীহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনি চৌধুরী ওই এলাকার মৃত মহিউদ্দিন চৌধুরীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও অফিসে সংবাদ পাঠের উদ্দেশ্যে ভাইয়ের মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মনি। পথিমধ্যে চৌধুরীহাট বাজার এলাকায় হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। ঠিক তখনই পেছন থেকে আসা দ্রুতগতির একটি ১০ চাকার ট্রাক তাঁর ওপর দিয়ে চলে যায়।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁর একটি পা কেটে ফেলেন। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর আরেকটি পাও কেটে ফেলতে হয়।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, ‘রোগীর আঘাত অত্যন্ত জটিল ও আশঙ্কাজনক ছিল। একাধিক স্থানে গুরুতর ক্ষত ও রক্তক্ষরণ হওয়ায় তাৎক্ষণিকভাবে সার্জিক্যাল ব্যবস্থা নিতে হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।’

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান জানান, খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁর পরিচয় শনাক্তে কাজ চলছে।

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁও-১, ২ ও ৩: এলোমেলো বিএনপি গোছানো জামায়াত

সম্পত্তির বিরোধে বাবার লাশ আটকে রাখল ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

ঠাকুরগাঁও চিনিকলে চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বাউলশিল্পীদের ওপর হামলা, তিনজন হাসপাতালে

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল