হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বাড়িতে চুরির ৭ গরু, পুলিশ আসার খবরে উধাও মালিক

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

চুরি করা সাতটি গরু উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে চুরি হওয়া ৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পিতাইচড়ি গ্রামের রেজাউল করিমের বাড়ি থেকে গরুগুলো উদ্ধার করে থানায় আনে পুলিশ। তবে পুলিশ আসার খবর শুনে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে রেজাউল করিম ও পরিবারের লোকজন।

রেজাউল ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে তিনি গরু চুরি ও চুরি হওয়া গরু ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহের বেশি সময় ধরে বালিয়াডাঙ্গীর ভানোর, বড়বাড়ি, চাড়োল ও ধনতলা ইউনিয়নে ৩০ টির বেশি গরু চুরি হয়েছে। এতে বেশ আতঙ্কে ছিল গ্রামের মানুষ।

গরুগুলো উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

পুলিশ বলছে, সম্প্রতি চুরির ঘটনাগুলোর রহস্য উন্মোচনে কাজ শুরু করে পুলিশ। রেজাউলের বাড়িতে চুরি হওয়া গরু আছে, এমন খবর পাওয়ার পর আজ সকালে অভিযান চালায় পুলিশ। তবে আগেই খবর পেয়ে পালিয়ে যান রেজাউল ও তাঁর পরিবারের লোকজন। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় ৭টি গরু থানায় নিয়ে আসা হয়।

গরু উদ্ধার করে নিয়ে আসার সময় বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, গরুগুলো থানায় থাকবে। মালিক শনাক্ত করার পর তাঁর কাছে এসব গরু হস্তান্তর করা হবে।

ওসি আরও বলেন, রেজাউল করিম কার কাছ থেকে গরু কিনেছেন বা কে তাঁর বাড়িতে গরু রাখেন, এসব তথ্য জানাতে স্বেচ্ছায় থানায় উপস্থিত না হলে তাঁর বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা করবে পুলিশ।

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন