হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গীতে ১৭টি ভারতীয় গরু উদ্ধার

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আসা ৯টি ভারতীয় গরু উদ্ধার করেছে উপজেলা টাস্কফোর্স কমিটি। আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার বড়বাড়ী ইউনিয়নের বেলহাড়া গ্রামে অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করে।

এর আগে গত ২৬ অক্টোবর একই ইউনিয়নের কেরিয়াতী গ্রাম থেকে আরও ৮টি গরু উদ্ধার করে। তবে দুটি অভিযানে ১৭টি গরু উদ্ধার হলেও গরুর মালিক পায়নি উপজেলা টাস্কফোর্স কমিটি।

উপজেলার পাড়িয়া পাড়িয়া ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুল হক ও কোটপাড়া বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার সামশুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ অক্টোবর (বুধবার) ও আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও বিজিবির সদস্যরা দুটো গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১৭টি গরু উদ্ধার করেছি। অভিযানের সময় স্থানীয় লোকজনকে জিজ্ঞাসা করলে কেউই গরুর মালিক দাবি করতে আসেনি।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার আজকের পত্রিকাকে বলেন, উপজেলা টাস্কফোর্স কমিটির অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় গরুগুলোর জব্দ তালিকা করে ঠাকুরগাঁও ৫০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে জমা প্রদান করা হবে। সেখানে কমিটি রয়েছে, তারা বিধি মোতাবেক গরুগুলোকে নিলামে বিক্রি করে বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা করবেন। 

জনস্বার্থে উপজেলা টাস্কফোর্স কমিটি এ ধরণের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র