হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

রাণীশংকৈলের সেই ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আতাউর রহমানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। গত বুধবার আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পরদিন বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা তাঁকে এই নোটিশ দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা স্বাক্ষরিত এক চিঠিতে এই শোকজ করা হয়। আজ রোববার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শোকজ নোটিশে  বলা হয়, ‘দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা গেছে, আপনি ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমান কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে গত বুধ ও বৃহস্পতিবার অনুপস্থিত ছিলেন। তাই আপনার বিরুদ্ধে সরকারি কর্মচারী বিধিমালা ২০০৯-এর ৩ ও ৪ নম্বর ধারা অনুযায়ী কেন ব্যবস্থা নেওয়া হবে না, চিঠি পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হলো।’

জানা গেছে, ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসে দুজন উপসহকারী ভূমি কর্মকর্তা রয়েছেন। তাঁদের মধ্যে ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা রেজাউল করিম অসুস্থতার কারণে ১৫ দিনের ছুটি নিয়েছেন। কিন্তু গত বুধ ও বৃহস্পতিবার আতাউর রহমানও অফিসে যাননি। অফিস তালাবদ্ধ থাকায় অনেক সেবাগ্রহীতা সেবা না পেয়ে বাড়ি ফিরে গেছেন। সরকারি অফিস বিনা নোটিশে বন্ধ রাখায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন।

এ প্রসঙ্গে বক্তব্য জানতে ধর্মগড়-কাশিপুর ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমানের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা আজকের পত্রিকাকে বলেন, গত বৃহস্পতিবার ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা আতাউর রহমানকে শোকজ করা হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে তাঁর কাছে জবাব চাওয়া হয়েছে।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা