হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও ইউএনও কার্যালয়ে অবস্থান

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাঁওতাল পরিবারের সদস্যদের অবস্থান। ছবি: আজকের পত্রিকা

নিরাপত্তা চেয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন উপজেলার ছোট খোঁচাবাড়ি গ্রামের সাঁওতাল পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ইউএনও কার্যালয়ে অবস্থান নেন তাঁরা।

তবে ইউএনও কার্যালয়ে না থাকায় বিকেলে পরিবারগুলো ফিরে যায়।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, দুই মাস ধরে তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় নুর ইসলাম ভান্ডারী নামের এক ব্যক্তি ও তাঁর লোকজন তাঁদের বাড়িঘর থেকে উচ্ছেদের পাঁয়তারা করছেন।

পরিবারগুলোর সদস্যরা আরও অভিযোগ করেন, আজ সকালে নুর ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা লক্ষ্মী হাঁসদা নামের এক নারীর শ্লীলতাহানি ঘটান। এরপর লক্ষ্মীর মেয়েকে মারধর করা হয়।

স্থানীয় আনিসুর রহমান নামের এক ব্যক্তি বলেন, গ্রামটি মূলত সাঁওতালদের ছিল। নানা প্রতিকূলতায় টিকতে না পেরে এখন মাত্র সাত-আটটি পরিবার টিকে আছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পিছিয়ে পড়া সাঁওতাল জনগোষ্ঠীর আয় বাড়াতে একটি করাতকল রয়েছে। সেটি ভাড়া নেন নুর ইসলাম ভান্ডারী। করাতকলের সদস্য মেনোকা সরেনের অভিযোগ, নুর ইসলাম ভাড়ার টাকা দেন না। টাকা চাইতে গেলে মিথ্যা অপবাদ দিয়ে হেনস্তা করেন। ভাড়ার টাকা চাওয়াতেই আজ তাঁর বোনের ওপর হামলা হয়েছে।

তবে নুর ইসলাম ভান্ডারী অভিযোগ অস্বীকার করে বলেন, সাঁওতালরা বাড়িতে মদ বিক্রি করে। তিনি এর প্রতিবাদ করেছেন।

এ বিষয়ে কথা বলতে ইউএনও খাইরুল ইসলামকে ফোন করা হলে তিনি জানান, তিনি সরকারি কাজে রংপুরে আছেন। বিষয়টি তিনি দেখছেন।

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁও-১, ২ ও ৩: এলোমেলো বিএনপি গোছানো জামায়াত

সম্পত্তির বিরোধে বাবার লাশ আটকে রাখল ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

ঠাকুরগাঁও চিনিকলে চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বাউলশিল্পীদের ওপর হামলা, তিনজন হাসপাতালে

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

চলন্ত ট্রেনে ফেরিওয়ালা খুন: সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে ৪ আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে ট্রেনে দুই হকারের মারামারি, ছুরিকাঘাতে একজনের মৃত্যু

ইউএনওর আইডি বিড়ম্বনায় জন্মনিবন্ধনের কাজ বন্ধ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

হাসিনার রায়ের প্রতিবাদে মিছিল, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৮ নেতা-কর্মীর নামে মামলা