ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মন্দির থেকে ফেরার পথে দুই মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। হতাহত তিনজনই এক মোটরসাইকেলের আরোহী ছিলেন।
গতকাল বুধবার রাত ১টার দিকে উপজেলার লাহিড়ী সড়কের জাউনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্যামন্ত (২৯) উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের খোকসা গ্রামের দরবারু চন্দ্রের ছেলে।
আহতেরা হলেন বিপ্লব (২৩) ও সুমন (২৫)। তাঁরা একই গ্রামের যথাক্রমে শুকচরণ পাল ও বাবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী রবিন নামে এক যুবক জানান, ধনতলা ইউনিয়নের সিন্দুরপিন্ডি হরিবাসর মন্দিরে গান শুনে একটি মোটরসাইকেলে তিন যুবক যাচ্ছিলেন। বালিয়াডাঙ্গী থেকে লাহিড়ীর উদ্দেশে বেপরোয়া গতিতে যাওয়া একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শ্যামন্ত মারা যান।
ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, স্থানীয়রা সুমন ও বিপ্লবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বজনেরা।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, ঘটনাস্থল থেকে দুটো মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তিন যুবককে ধাক্কা দেওয়া মোটরসাইকেলটির চালক গাড়ি রেখে পালিয়ে গেছেন। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।