হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

তরুণীকে অ্যাসিড নিক্ষেপের ৬ বছর পর যুবকের ১২ বছরের কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক তরুণীকে অ্যাসিড নিক্ষেপের অপরাধে মামুনুর রশিদ মামুন (২৫) নামের এক যুবককে ১২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে একই মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি (এপিপি) আব্দুল হামিদ।

সাজাপ্রাপ্ত মামুন হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা। এ মামলার খালাস পাওয়া দুই আসামি হলেন—মামুনুর রশিদের বড় ভাই আব্দুল কুদ্দুস (৩৩) ও খোলড়া গ্রামের আলাউদ্দীনের ছেলে ফরহাত আলম (৩৪)। 

এ ঘটনায় ভুক্তভোগী তরুণী রুমি আক্তার (২২) হরিপুর উপজেলার ভবানন্দপুর গ্রামের বাসিন্দা। 

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৬ সালের ১১ নভেম্বর হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী রুমি আক্তার। পারিবারিক শত্রুতার জেরে হরিপুর টিঅ্যান্ডটি নামক এলাকায় রুমি আক্তারের ওপর অ্যাসিড নিক্ষেপ করে মামলার এজাহারভুক্ত আসামিরা। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর মা মাসুদা বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত একজনকে আসামি করে হরিপুর থানায় মামলা দায়ের করেন। 

দীর্ঘ ৬ বছর পর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে এ মামলায় রায় ঘোষণা করলেন আদালত। 

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন