করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাহাবুব আলম (৪০) নামের এক স্কুলশিক্ষক মারা গেছেন। ১৫ দিন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। বিষয়টি বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।
ডা. আবুল কাসেম জানান, স্কুলশিক্ষক গত জুন মাসের ১১ তারিখে করোনায় আক্রান্ত হলে মাজবুবকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।
মাহাবুব আলম উপজেলার বিশ্রামপুর ঘোষপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। মৃত ব্যক্তির ভাই জাহাঙ্গীর আলম মামুন জানান, গত বছর করোনার উপসর্গ নিয়ে বাবা মারা গেছেন। এবার করোনা আদরের ছোট ভাইটিকেও কেড়ে নিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামে স্কুলশিক্ষক মাহাবুব আলমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
উপজেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮৭ জন। সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ২২ জন।