হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

নিখোঁজের ৭ ঘণ্টা পর ভুট্টা খেত থেকে শিশুর লাশ উদ্ধার

প্রতিনিধি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলা বালিয়া ইউনিয়নে নিখোঁজের সাত ঘণ্টা পর তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলায় আদর্শ বাজার কলোনীপাড়া গ্রামে একটি ভুট্টা খেত থেকে শিশু আকিবুলের মরদেহ উদ্ধার করা হয়।

আকিবুল উপজেলা কলোনীপাড়া গ্রামের মো. মাজেদুল ইসলামের ছেলে।

এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

মৃতের পরিবারের বরাত দিয়ে পুলিশ সুপার আজকের পত্রিকাকে বলেন, শিশু আকিবুল বৃহস্পতিবার সকালে খাবার খেয়ে বাড়ির বাইরে খেলতে যায়। দুপুর গড়িয়ে বিকেল হলেও সে ঘরে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে শুরু করে। পরে প্রতিবেশী একজন বাড়ির অদূরে ভুট্টা খেতে ঘাস তুলতে গিয়ে ওই শিশুর নিস্তেজ মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে। পরে তাঁর চিৎকারে শিশুটির পরিবারের লোকজন জড়ো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ও মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে হত্যা করে লাশ খেতে ফেলে রেখেছে। শিশুটির শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে হালকা একটু দাগ দেখা গেছে।

পুলিশ সুপার বলেন, আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এ বিষয়ে শিশুটির অভিভাবক থানায় মামলা করেননি। যদি তাঁরা মামলা না করেন, তাহলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে একটি হত্যা মামলা করবেন।

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁও-১, ২ ও ৩: এলোমেলো বিএনপি গোছানো জামায়াত

সম্পত্তির বিরোধে বাবার লাশ আটকে রাখল ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

ঠাকুরগাঁও চিনিকলে চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বাউলশিল্পীদের ওপর হামলা, তিনজন হাসপাতালে

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

চলন্ত ট্রেনে ফেরিওয়ালা খুন: সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে ৪ আসামি গ্রেপ্তার

পীরগঞ্জে ট্রেনে দুই হকারের মারামারি, ছুরিকাঘাতে একজনের মৃত্যু