হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

মাদক মামলায় পুলিশের এসআই ও তাঁর সহযোগীর যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি

মাদক মামলায় পুলিশের বরখাস্ত সাবেক উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দীন প্রামাণিক (৪২) ও তাঁর সহযোগী মানিক দাসকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত তাঁদের ১২ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।

আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ আসামি হেলাল উদ্দীন প্রামাণিকের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। তবে দণ্ডপ্রাপ্ত অপর আসামি মানিক দাস আদালতে উপস্থিত ছিলেন না। 

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট শেখর কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ জুন ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল পীরগঞ্জ থানায় পরিত্যক্ত কোয়ার্টারে অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবা, দুই কেজি গাঁজাসহ হেলাল ও তাঁর সহযোগী মানিককে আটক করে। এ ঘটনায় ওই দিনই ডিবি পুলিশের এসআই রূপ কুমার সরকার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা করেন। তখন তাঁকে সাময়িক বরখাস্ত করে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠায় পুলিশ।

দীর্ঘ তদন্ত ও বিচারপ্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার দুই আসামি পীরগঞ্জ থানার তৎকালীন এসআই নওগাঁর দরিয়াপুর গ্রামের বাসিন্দা মো. হেলাল উদ্দীন প্রামাণিক এবং ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানার মণ্ডলাদাম গ্রামের মানিক দাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১২ লাখ টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মাসুদ রানাকে (২৮) মামলা থেকে অব্যাহতির আদেশ দেওয়া হয়।

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন