ঠাকুরগাঁওয়ে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে মাদকের চালানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সদর উপজেলা ২৯ মাইল বাজার এলাকার ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি পুলিশকে জানায়, তিনি প্রায় ঢাকা থেকে মাদকের চালান এনে ঠাকুরগাঁওয়ে বিক্রি করতেন।
গ্রেপ্তার রতন মজুমদার (৩৫) ঢাকার কেরানীগঞ্জের বকুল তলা এলাকার বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী শ্যামলী পরিবহনের একটি বাসে রতন মজুমদার আসছিলেন। এ সময় তাঁর দেহ তল্লাশি করে তিনটি আলাদা ব্যাগে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন জানায়, তিনি জব্দ করা মাদকগুলো ঠাকুরগাঁওয়ে বিক্রির উদ্দশ্যে নিয়ে আসছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ওসি আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর রতন মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।