হোম > সারা দেশ > টাঙ্গাইল

পরিবারের ‘বোঝা’ বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, পুত্রবধূর স্বীকারোক্তি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

জয়নব ওরফে জয়নার (৬৮) চোখে দেখতেন না, এমনকি ঠিকমতো চলাফেরাও করতে পারতেন না। পরিবারের ‘বোঝা’ মনে করে নিজের স্বামী-সন্তানই তাঁকে নৃশংসভাবে শ্বাসরোধে হত্যা করে। ঘটনাটি ঘটে গত শুক্রবার উপজেলার মোকনা ইউনিয়নের পাড় গাজুটিয়া গ্রামে।

এ ঘটনায় পুলিশ বৃদ্ধার স্বামী মো. শওকত আলী (৭০), ছেলে মো. মোশারফ হোসেন মামুন (৪৭) ও পুত্রবধূ মোছা. শাহনাজ আক্তার বেবিকে (৪৫) গ্রেপ্তার করেছে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার বিষয়ে পুত্রবধূ মোছা. শাহনাজ আক্তার বেবি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অপর আসামি মো. শওকত আলী ও মো. মোশারফ হোসেন মামুনকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

পুলিশ জানায়, গত শুক্রবার রাতে ৯৯৯ থেকে জানানো হয়, মোকনা ইউনিয়নের পাড় গাজুটিয়া গ্রামে একজন অন্ধ বৃদ্ধা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পেয়ে থানার ওসি মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। লাশের সুরতহাল শেষে এটি আত্মহত্যা নয় বলে সন্দেহ হলে প্রাথমিক তদন্ত শুরু করে পুলিশ।

পুত্রবধূ শাহনাজ আক্তার বেবিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তাঁর কথায় সন্দেহ জোরালো হয়। পুলিশ আশপাশের জায়গায় তল্লাশি চালায়। একপর্যায়ে শাহনাজ আক্তারের ঘরে পেছনে পরিত্যক্ত কোয়া থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি উদ্ধার করা হয় এবং থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন তিনি। পরদিন (শনিবার) দিবাগত রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ।

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে কনস্টেবল গুলিবিদ্ধ

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু