হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঘাটাইলে ৭০০ একর জমি জবরদখল: অসাধু কর্মকর্তা-কর্মচারীর খোঁজে ‘বনে’ দুদক

টাঙ্গাইল প্রতিনিধি 

আজ রোববার দুদকের টাঙ্গাইলের জেলা কার্যালয়ের একটি দল ঘাটাইলের সাগরদীঘি বিটে অভিযান চালায়। ছবি: আজকের পত্রিকা

বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের খোঁজে এবার অভিযানে নেমেছে দুদক। আজ রোববার দুদকের টাঙ্গাইলের জেলা কার্যালয়ের একটি তদন্ত দল ঘাটাইল উপজেলায় অভিযান চালায়। ঘাটাইলে বন বিভাগের ৭০০ একর জমি জবরদখলে ঘটনায় প্রাথমিকভাবে তারা দখলদারদের সঙ্গে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশের সত্যতা পেয়েছে। দুদকের টাঙ্গাইলের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর এ আলম এসব কথা জানান।

নুর এ আলম জানান, বন বিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা যোগসাজশ করে বনের জমি নিজেরাই ব্যক্তিগতভাবে দখলে রেখেছেন। অন্যদের দিয়ে চাষাবাদ করে সুবিধা নিচ্ছেন। কিন্তু সরকারিভাবে ফান্ডে কোনো টাকা জমা দেননি। দুদকের একটি দল দ্বৈবচয়ন ভিত্তিতে ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন সাগরদীঘি বিট এলাকায় বনের জমি দখলের সুনির্দিষ্ট অভিযোগগুলো সরেজমিনে যাচাই করে। এ সময় ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের সাগরদীঘি বিটের আওতাধীন কামালপুর মৌজার ২০৪, ৫০৭ ও ৩০৮ দাগভুক্ত ২ নম্বর খতিয়ানভুক্ত বন বিভাগের বিপুল সরকারি জমি জবরদখলের প্রাথমিক সত্যতা পান তাঁরা। প্রাথমিকভাবে বন বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে জবরদখলকারীদের সঙ্গে যোগসাজশ করার সত্যতা মিলেছে।

দুদকের টাঙ্গাইল কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন সব রেঞ্জ ও বিটে মোট ভূমির পরিমাণ প্রায় ১ লাখ ২০ হাজার একর, এর মধ্যে প্রায় ১৭০০ একর জমি জবরদখল হয়েছে বলে জানা যায়। এর মধ্যে ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন ভূমি প্রায় ৬০০০ একর, এর মধ্যে জবরদখলকৃত ভূমির পরিমাণ প্রায় ৭০০ একর। দুদকের দল টাঙ্গাইল বন বিভাগের আওতাধীন বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে এমন অভিযোগেরও তদন্ত করে। নার্সারি সৃজনের টাকা আত্মসাৎ ও সামাজিক বনায়নের অর্থ আত্মসাৎ অভিযোগের বিষয়ে প্রকল্পসংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র সরবরাহের জন্য রিকুইজিশন দেওয়া হয়েছে। রেকর্ডপত্র প্রাপ্তি ও বিশ্লেষণ সাপেক্ষে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করা হবে।

উপজেলার ধলাপাড়া রেঞ্জের সাগরদীঘি বিট কর্মকর্তা মো. মনিরুল ইসলাম আনসারি জানান, সাগরদীঘি বিটের কামালপুর মৌজার ৫০৭ দাগে সাগরদীঘি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হেকমত সিকদারের দখলে থাকা প্রায় ৫ একর বনভূমিসহ জবরদখলকৃত বেশ কিছু বনভূমি উদ্ধারে দুদকের অভিযান পরিচালিত হয়।

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু