হোম > সারা দেশ > টাঙ্গাইল

টাঙ্গাইলে বাসচাপায় মা-ছেলেসহ তিনজনের প্রাণহানি

টাঙ্গাইল প্রতিনিধি 

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসচাপায় দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী মা-ছেলেসহ তিন যাত্রী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরেক নারী যাত্রী। পালিয়ে গেছেন অটোচালক।

আজ সোমবার বেলা ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বাঘিল-নেকিবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

নিহত তিনজন হলেন জামালপুর সদরের দিগপাইত এলাকার মজিবর রহমান জোয়ার্দারের মেয়ে কাজল রেখা (৪০) ও কাজলের ছেলে শ্রাবণ (১৫) এবং ময়মনসিংহ সদরের সূর্যের স্ত্রী ফুলকুমারী (৩৫)। আহত হয়েছেন ময়মনসিংহ সদরের বাসন্তী (৫০)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, একটি অটোরিকশা যাত্রী নিয়ে দিগপাইত থেকে মধুপুর হয়ে ময়মনসিংহের ভালুকা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মাহি এক্সপ্রেসের একটি বাস রিকশাটিকে চাপা দিলে এটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হন।

পরে পুলিশ ও এলাকাবাসী রিকশার আহত তিন যাত্রীকে উদ্ধার করে তাঁদের মধ্যে একজনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুজনকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরবর্তী সময়ে ধনবাড়ী এবং মধুপুরে একজন করে মারা যান। আহত বাসন্তী ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ধনবাড়ী থানার ওসি শহীদুল্লাহ জানান, লাশ আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। অটোরিকশার চালক পলাতক রয়েছেন।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন