হোম > সারা দেশ > টাঙ্গাইল

আমাদের এখনো সাড়ে ৪ মাসের রিজার্ভ আছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘আইএমএফের নিয়ম অনুযায়ী আমাদের তিন মাসের আমদানির পরিমাণ রিজার্ভ থাকলেই যথেষ্ট। কিন্তু আমাদের এখনো সাড়ে চার মাসের রিজার্ভ আছে।’ 

আজ শনিবার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক চাপ মানে আমরা বলতে চাচ্ছি, আমাদের যারা প্রবাসী ভাইয়েরা আছেন, তাঁরা যদি বেশি করে রেমিট্যান্স পাঠান, আমাদের রপ্তানি আয়টা যদি আরেকটু বাড়ে, তাহলে আমরা আস্তে আস্তে চাপ থেকে মুক্ত হতে পারব। সবচেয়ে বড় কথা বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আমাদের যে আমদানি–রপ্তানির গ্যাপ রয়েছে, এই গ্যাপ ফুলফিল করার জন্য আমাদের বিদেশি সরাসরি বিনিয়োগ দরকার। আমরা অনেক দেশ থেকে প্রতিশ্রুতি পেয়েছি। ওই বিনিয়োগগুলো চলে আসলে আমরা অনেকটা চাপমুক্ত ভাবে আগের মতো করে আমদানি–রপ্তানি করতে পারব।’ 

আহসানুল ইসলাম টিটু আরও বলেন, ‘২০২৬ সালে আমরা এলডিসি থেকে ডেভলপমেন্ট কান্ট্রিতে উন্নীত হব। আমাদের এলডিসি হিসেবে যে সুযোগ-সুবিধা ছিল, তা আগামী ২৬ সালে বন্ধ হয়ে যাবে। তাই আমাদের বাজার সম্প্রসারণের জন্য কাজ করতে হবে। আমরা উদ্যোগ নিয়েছি জাপান, চায়না, করিয়ার, আবুধাবি, থাইল্যান্ডসহ উন্নত রাষ্ট্রের সঙ্গে মার্কেট এক্সেসের জন্য। বর্তমানে আমাদের রিজার্ভ একটু কমে গেছে। তাই রিজার্ভের ওপর চাপ কমানোর জন্য ট্রেড ফিন্যান্সিংয়ের চেষ্টা করছি। যাতে আমদানি–রপ্তানি সহজীকরণ করা যায়। যাতে রিজার্ভের ওপর চাপ না পড়ে, সে জন্য আমরা চায়না ও ইন্ডিয়া থেকে ট্রেড ফ্যাসেলিটির চেষ্টা করছি। কীভাবে চায়না ও ইন্ডিয়া থেকে রম্যাটেরিয়াল আমদানি করা সহজ হয়।’ 

প্রতিমন্ত্রী আলুর দাম বৃদ্ধির বিষয়ে বলেন, বিশ্বের ৯৩টি দেশের মধ্যে বাংলাদেশে আলুর দাম কম। এ ছাড়া আসন্ন ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে। 

এর আগে বেলুন উড়িয়ে জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিকের উদ্যোগে মেলার উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখে বাণিজ্য প্রতিমন্ত্রী। এ সময় সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন। 

পরে উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। 

উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, আঞ্চলিক কার্যালয় বিসিক পরিচালক ও উপসচিব ড. মো. আলমগীর হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মাদ আলী প্রমুখ।

ইসির ভেতরে ভূত লুকিয়ে আছে, এটা জানতাম না: আযম খান

টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে কনস্টেবল গুলিবিদ্ধ

রাষ্ট্রের সংস্কার চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন: উপদেষ্টা ফাওজুল কবির

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত

টাঙ্গাইলের গোপালপুর: উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

বাসে ডাকাতি, ধর্ষণ: ঢাকা-টাঙ্গাইল যেন আতঙ্কের মহাসড়ক

বিশেষ দলকে জয়ী করার ষড়যন্ত্র করলে মানুষ ক্ষমা করবে না: আযম খান

বাসে গৃহবধূকে ধর্ষণ: দোষ স্বীকার করে চালক-সহকারীর জবানবন্দি

চলন্ত বাসে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী, চালকসহ আটক ৩

টাঙ্গাইলে জেলা যুবদল নেতাকে বহিষ্কার