টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে উপজেলার মুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কালিহাতী থানার ওসি জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন জেলার ঘাটাইল উপজেলার গুসাইবাড়ি এলাকার মজিবর রহমানের ছেলে আব্দুস সালাম ও মির্জাপুর উপজেলার ছাটিয়াচুরা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে এস এম আলম।
ওসি জাকির হোসেন বলেন, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক বাস মুলিয়া নামক স্থানে এসে পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে দুজন মারা যায়। দুর্ঘটনায় ১০-১২ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।