হোম > সারা দেশ > টাঙ্গাইল

কালিহাতীতে পরীক্ষাকেন্দ্রে নকলে সহযোগিতা করার অভিযোগে ৩ শিক্ষককে অব্যাহতি

টাঙ্গাইল প্রতিনিধি 

নকলের ছবি ভাইরাল হওয়া ভিডিও থেকে নেওয়া। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলার নারান্দিয়া এলাকার তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল কেন্দ্রে নকলে সহযোগিতা করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়। ওই কেন্দ্রের কেন্দ্রসচিব তোফাজ্জল হোসেন তুহিন আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন—মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ আবু জায়েদ ও মোহাম্মদ মেহেদী হাসান। গত ১০ এপ্রিল অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা বই দেখে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও ১৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে।

কারিগরি স্কুল কেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন তুহিন বলেন, এটা আগের পরীক্ষার ভিডিও। শিক্ষকদের মধ্যে চলমান দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে স্বল্প সময়ের মধ্যে। ওই দিন যে শিক্ষকেরা দায়িত্বে ছিলেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, ‘আমরা বিষয়টি জানতে পেরে কালিহাতীর ইউএনওকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। গত পরীক্ষায় যে শিক্ষকেরা ডিউটিতে অবহেলা করেছেন, তাঁরা আর এসএসসি পরীক্ষা চলাকালীন ডিউটি করতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে শিক্ষকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোপালপুরে পানির ট্যাংকিতে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়ালেন ছাত্রলীগ নেতা

ভাসানীর সহচর ও মাভাবিপ্রবির শিক্ষক ইরফানুল বারীর মৃত্যু

সখীপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ তলা ভবন থেকে পড়ে রডমিস্ত্রির মৃত্যু

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

খালেদা জিয়ার অভাব পূরণ হতে বেশ সময় লাগবে: কাদের সিদ্দিকী

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক নিহত

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন